Posts

ভারতীয় সংবিধান প্রস্তাবনার জি. কে. প্রশ্ন ও উত্তর / Indian Constitution Preamble Short Q. & A.

Image
  ভারতীয় সংবিধানের প্রস্তবনা ও তাৎপর্য থেকে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর       Q1. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন কবে করেছিল ? Ans . 👉   1976 সালে Q2.  ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে তার তাৎপর্য হলো -     ANS. 👉    রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয় না ।    Q3. সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ?    ANS.   👉   1976 সালে     Q4. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি -    ANS. 👉    সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র    Q5. সংবিধান কখন কার্যকর হয় ?   Ans. 👉   26 শে জানুয়ারি , 1950 সালে   Q6. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1976 সালের 42 তম সংশোধ...

ভারতীয় সংবিধান প্রস্তাবনা জি. কে. / The Preamble of the Indian Constitution G. K.

Image
  The Preamble of the Indian Constitution প্রস্তাবনা               আমরা ভারতের জনগণ ভারতকে একটি [ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ] রূপে গড়িয়া তুলিতে , এবং উহার সকল নাগরিক যাহাতে :                  সামাজিক , আর্থনীতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ;                  চিন্তার অভিব্যক্তির , বিশ্বাসের , ধর্মের ও উপাসনার স্বাধীনতা ;                  প্রতিষ্ঠা ও সুযোগের সমতা  নিশ্চিতভাবে লাভ করেন ;  এবং তাঁহাদের সকলের মধ্যে                    ব্যক্তি - মর্যাদা ও [ জাতীয় ঐক্য ও সংহতি ] র আশ্বাসক ভ্রাতৃভাব প্রোন্নত হয় ;        ...

ভারতীয় সংবিধান জি.কে. / Constitution of India G. K. , Version 2021

Image
 ভারতীয় সংবিধান ভারতের সংবিধানের একটি পাঠ্য  সারাংশ  ভাগ ১ সংঘ ও উহার রাজ্যক্ষেত্র   প্রস্তাবনা অনুচ্ছেদ/Article  ১। সংঘের নাম ও রাজ্যক্ষেত্র  ২। নূতন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা  ২ ক । [ বাদ গিয়াছে ]  ৩। নূতন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন , সীমানা বা নামের পরিবর্তন  ৪। ২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনের এবং অনুপূরক , আনুষঙ্গিক ও পারিণামিক বিষয়সমূহের বিধান থাকিবে ।  ভাগ ২  নাগরিকত্ব  ৫। সংবিধানের প্রারম্ভে নাগরিকত্ব  ৬। পাকিস্তান হইতে প্রব্রজন করিয়া ভারতে আগত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার ...  ৭। পাকিস্তানে প্রব্রজনকারী কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার  ৮। ভারতের বাহিরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার  ৯। স্বেচ্ছায় বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তিগণ নাগরিক হইবে না  ১০। নাগরিকত্বের অধিকার বহাল থাকা  ১১। সংসদ বিধি দ্বারা নাগরিকত্বের অধিকার প্রনিয়ন্ত্রণ করিবেন ভাগ ৩  মৌলিক অধিকারসমূ...