ভারতীয় সংবিধান প্রস্তাবনার জি. কে. প্রশ্ন ও উত্তর / Indian Constitution Preamble Short Q. & A.

 ভারতীয় সংবিধানের প্রস্তবনা ও তাৎপর্য থেকে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর 

I C P G. K. Q. A.

  

Q1. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন কবে করেছিল ?

Ans. 👉  1976 সালে

Q2.  ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে তার তাৎপর্য হলো -  

 ANS. 👉    রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয় না । 

 Q3. সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ?   

ANS.  👉  1976 সালে   

Q4. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি -   

ANS. 👉    সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র   

Q5. সংবিধান কখন কার্যকর হয় ?

  Ans. 👉   26 শে জানুয়ারি , 1950 সালে  

Q6. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1976 সালের 42 তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল ?   

ANS. 👉   সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ  

 Q7. ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে ?  ANS👉   ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কে  

 Q8. ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ -   

ANS.  👉    ভারতের রাষ্টপতির পদটি একটি নির্বাচিত পদ  

 Q9. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?  

ANS. 👉    42 তম সংশোধনীর মাধ্যমে 

 Q10. ভারতের লোক তন্ত্রের আদেশ সংবিধানের কোথায় দেখা যায় ?

Ans.  👉   প্রস্তাবনা 

 Q11. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায় ?  

ANS.  👉   রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য   

Q12. ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর অর্থ -  

ANS.  👉   সকল ধর্মের প্রতি নিরপেক্ষ   

Q13. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় ?  

ANS. 👉   বেরুবাড়ি মামলা  

Q14. কত সালে প্রথমবার সংশোধিত হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?  

ANS.  👉   1976 সালে   

Q15. আজ পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?  

ANS👉   একবার   

Q16. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে ?   

ANS.  👉   USA বা আমেরিকা যুক্তরাষ্ট্র 

Q17. সংবিধানের প্রস্তাবনায় যে তারিখটা উল্লেখ আছে সেটি হল ?  

ANS.  👉  1949 সালের 26 নভেম্বর   

Q18. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে সার্বভৌম রাষ্ট্র রুপে এর অর্থ কি -   

ANS.  👉   রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত বিষয়ে চূড়ান্ত রূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত 

 Q19. সমাজবাদ কথার অর্থ কি ?

 Ans. 👉   সামাজিক ন্যায়

 Q20.  কবে ভারত এক প্রভুত সম্পন্ন প্রজাতন্ত্র গণরাজ্য হয়েছিল ?

Ans.  👉  1950 সালে

 Q21. সংবিধানের প্রস্তাবনার মধ্যে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীর দ্বারা জড়িত করা হয় ?

Ans.  👉   42 তম

Q22. ভারতের সংবিধানের প্রস্তাবনা মধ্যে সকল বয়স্ক নাগরিককে ভোট দেওয়ার অধিকার প্রদান করা হয় তাকে কি বলে ?

Ans. 👉   প্রজাতন্ত্র

Q23. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা ও সাম্য ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় ?   

ANS.  👉   ফরাসি বিপ্লবের  

 Q24. কে ভারতের সংবিধানকে রাজনৈতিক কুণ্ডলী রূপে বর্ণনা করেছিল ?

 Ans.  👉  কানাইয়ালাল মানিকলাল মুন্সি

Q25. ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন কতবার হয়েছে ?

 Ans.  👉  একবার

Q26. ভারতের সংবিধানের চাবিকাঠি কাকে বলা হয় ?

Ans. 👉    প্রস্তাবনাকে

 Q27.  বিশ্বের কোন দেশ সর্বপ্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা কে যুক্ত করে ছিল ?

 Ans.  👉  আমেরিকা

Q28. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে বর্ণনা করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র রূপে এর অর্থ কি ? 

ANS:  👉   জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে ।

Q29.  প্রথম সমাজতান্ত্রিক দেশ ?

Ans. 👉   USSR

 Q30. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় এই মর্মে রায়দান করে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ ?  

 ANS.  👉  কেশবানন্দ ভারতী মামলা

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ভারতীয় সংবিধান জি.কে. / Constitution of India G. K. , Version 2021