ভারতীয় সংবিধান প্রস্তাবনার জি. কে. প্রশ্ন ও উত্তর / Indian Constitution Preamble Short Q. & A.
ভারতীয় সংবিধানের প্রস্তবনা ও তাৎপর্য থেকে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর Q1. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন কবে করেছিল ? Ans . 👉 1976 সালে Q2. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে তার তাৎপর্য হলো - ANS. 👉 রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয় না । Q3. সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ? ANS. 👉 1976 সালে Q4. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি - ANS. 👉 সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র Q5. সংবিধান কখন কার্যকর হয় ? Ans. 👉 26 শে জানুয়ারি , 1950 সালে Q6. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1976 সালের 42 তম সংশোধ...